মৃত্যুর ২১ বছর পর অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ

নব্বয় দশকের জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে আব্দুল জব্বার খান স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে।
ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ৯ মে সোমবার বিকেল ৫টায় এই অনুষ্ঠিত হবে। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত আলোচনা সভা ও বৈশাখী উৎসবে সালমান শাহকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে ।
সালমান শাহ পক্ষে এই পুরুষ্কার গ্রহন করবেন তার মা নীলা চৌধুরী ।
জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ১৯৯১ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচিত্রে আত্মপ্রকাশ করেন । এরপর একেরপর এক ব্যাবসা সফল সিনেমা উপহার দেন ,যেগুলো এখনো আকাশ্চুম্বী জনপ্রিয়তা অর্জন করে আছে ।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে স্বপ্নের পৃথিবী , তোমাকে চাই ,প্রিয়জন ,আনন্দ আশ্রুসহ মোট ২৭টি সিনেমায় অভিনয় করেন।

মন্তব্যসমূহ