1391925571_bank-woman-400x266
সেলিনা জাহান প্রিয়া
বরিশাল নগরী থেকে শিশুসহ ৩ নারী পকেটমার আটক করা হয়েছে। পকেটমারের সময় স্থানীয় জনগণ তাদের হাতেনাতে আটক করে বগুড়া পুলিশ ফাড়িঁর কাছে হস্তান্তর করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবুল সিকদারের স্ত্রী আকলিমা বেগম(২৫), দশ বছর বয়সী কন্যা শিশু আশা ও জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম(৫০)।
বগুড়া পুলিশ ফাড়িঁর টিএসআই শাহাবউদ্দিন জানান, সদর উপজেলার জাগুয়া গ্রাম নিবাসী প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম নতুন বাজারে একটি ফলের দোকানের সামনে দাড়িয়ে ফল কিনছিলেন। এসময় আরো ৪/৫ জন তাদের পাশে দাড়িয়ে কৌশলে ফাতেমা বেগমের ভ্যানিটি ব্যাগ খুলে ১০ হাজার টাকা নিয়ে যায়। ফলের দোকানী বিষয়টি দেখে ফেলায় তাদের আটক করে। পরে তাদের ফাড়িঁ পুলিশের কাছে হস্তান্তর করে।
মন্তব্যসমূহ