সানরাইজার্স হায়দ্রাবাদের মূল্য বাড়িয়ে দিয়েছেন মুস্তাফিজ!

Capture

গেল বছরের এপ্রিলে মুস্তাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দাপটের সঙ্গে ক্রিকেট বিশ্ব শাসন করে যাচ্ছেন। জাতীয় দলের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) চলছে মুস্তাফিজ বন্দনা। ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠে ঝড়। বাদ যায় না দেশি-বিদেশি গণমাধ্যমগুলো। বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয় মুস্তাফিজকে নিয়ে।
তেমনই এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’। ‘মুস্তাফিজুর রহমান অ্যান্ড দা ফিজ দ্যাট ইজ বুস্টিং সানরাইজার্স হায়দ্রাবাদ’ – শিরোনামে এই লেখাটিতে মুস্তাফিজের ক্যারিয়ারের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরে এনডিটিভি। পাশাপাশি তারা আরও জানায় এই মুস্তাফিজের কারণেই আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের মূল্য বেড়ে গেছে কয়েকগুণ।
মুস্তাফিজকে ‘দ্য ফিজ’ বলে সম্বোধন করে সংবাদ মাধ্যমটি লিখেছে, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১৬ সালে সানরাইজার্সকে অনেকটা পথ মুস্তাফিজ টেনে নিয়ে গেছেন। বাংলাদেশের এই তরুণের কারণে দলটির গুরুত্ব বেড়ে গেছে।’
সেখানে আরও লেখা হয়, ‘৮ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট। গড় ১৮.৭ করে। ইকনোমি রেট ৬.২৩। বয়সের তুলনায়, আইপিএলের উইকেট এবং ছোট মাঠের তুলনায় যে ইকনোমি রেট, তা নিশ্চিতভাবেই অসাধারণ।’
পাশাপাশি, মুস্তাফিজের শেষ ১২ মাসের পরিসংখ্যান সামনে এনে সংবাদ মাধ্যমটি লিখেছে, মুস্তাফিজ এই সময়ে ১৩টি ম্যাচে মাঠে নেমে ১৩.৯৫ গড়ে ২২টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেটও চোখ কপালে তোলার মতো ৫.৯৮। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের উপর এভাবে কেউ প্রভাব খাটাতে পারেননি।
এছাড়াও মুস্তাফিজের প্রশংসা করে প্রতিবেদনটিতে লেখা হয়, দুর্দান্ত সব স্লোয়ার এবং কার্টার দিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন তিনি। বলের গতি পরিবর্তন না করে, কোন স্টাইল পরিবর্তন না করে স্লোয়ার দিতে পারেন, কার্টার করতে পারেন, এটা যেন ক্রিকেটের ইতিহাসে একক কোন কৃতিত্ব। যে কারণে প্রযুক্তির এই যুগেও মুস্তাফিজ এখনও পর্যন্ত রয়ে গেছেন দারুণ এক রহস্যময়ী বোলার হিসেবে।

মন্তব্যসমূহ