ভালুকায় বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় আ’লীগ-বিএনপি



ভালুকার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৪, সাধারণ সদস্য ৩৯৫ ও সংরক্ষিত (মহিলা) পদে ১২০ জন প্রার্থী ৪জন রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অধিকাংশ ইউনিয়নে দুই দল থেকে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব প্রার্থী নিয়ে আ’লীগ ও বিএনপি স্থানীয় নীতি নির্ধারকরা বেকায়দায় আছেন। বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য লিয়াজো চালিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১১ ইউনিয়নের মাঝে ০১ নং উথুরা ইউনিয়নে আ’লীগ থেকে বজলুর রহমান তালুকদার বাচ্চু (নৌকা) ও বিএনপি থেকে (ধানের শীষ) ফখর উদ্দিন আহমেদ জাহিদ। এছাড়া বিদ্রোহী প্রার্থী হিসেবে শাহ মো: পারভেজ খসরু, জসিম উদ্দিন, বর্তমান চেয়ারম্যান এছাহাক আলী। সাধারণ সদস্য হিসেবে ১৩ ও সংরক্ষিত (নারী) পদে ৩৮ জন।

 ০২ নং মেদুয়ারী ইউনিয়নে আ’লীগ থেকে জেসমিন নাহার রানী  (নৌকা) ও বিএনপি (ধানের শীষ) আলী আকবর শিল্পী। বিদ্রোহী হিসেবে লোকমান হেকিম, মাজাহরুল ইসলাম, আতাউর রহমান, এসহাক তালুকদার, সাধারণ সদস্য পদে ৪০ ও সংরক্ষিত (নারী) ১১ জন।

০৩ নং ভরাডোবা ইউনিয়নে আ’লীগ থেকে শাহ আলম তরফদার  (নৌকা) ও বিএনপি থেকে আব্দুর রহিম আকন্দ(ধানের শীষ), বিদ্রোহী প্রার্থী হিসেবে হাজী এস,এম নুরুল ইসলাম, পলাশ মানিক ও আব্দুল আউয়াল সরকার। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩১ ও সংরক্ষিত (নারী) পদে ১৫।

০৪ নং ধীতপুর ইউনিয়নে আ’লীগ থেকে সফিকুল ইসলাম কামাল  (নৌকা) ও বিএনপি থেকে মীর তোফাজ্জল হোসেন জজ (ধানের শীষ) । বিদ্রোহী হিসাবে আশরাফুল আলম ও রফিকুল হাসান রাসেল। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৪ ও সংরক্ষিত (নারী) ৮ জন ।

০৫ নং বিরুনীয়া ইউনিয়নে আ’লীগ থেকে সারোয়ার রব্বানী  (নৌকা), বিএনপি থেকে (ধানের শীষ) বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ূম রিপন ও জাতীয় পার্টি থেকে ফজলুর রহামন (লাংগল)। এ ইউনিয়ন থেকে কোন বিদ্রোহী প্রার্থী নেই। সাধারণ সদস্য পদে ৩১ ও সংরক্ষিত (নারী) পদে ৯জন। 

০৬ নং ভালুকা ইউনিয়নে আ’লীগ থেকে মোঃ শিহাব আমীন (নৌকা), বিএনপি থেকে সাখাওয়াত হোসেন পাঠান (ধানের শীষ) ও বিদ্রোহী প্রার্থী হিসাবে আফজাল হোসেন মন্ডল। এছাড়া সাধারণ সদস্য পদে ২৮ ও নারী সদস্য পদে ১২জন।

০৭নং মল্লিকবাড়ি ইউনিয়নে আ’লীগ থেকে এস,এম আকরাম হোসাইন (নৌকা), বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান (ধানের শীষ), বিদ্রোহী প্রার্থী হিসাবে শেখ জসিম উদ্দিন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১।

০৮নং ডাকাতিয়া ইউনিয়নে আ’লীগ থেকে আলহাজ্ব সাইফুল ইসলাম (নৌকা), বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান আতিকুজ্জামান লস্কর(ধানের শীষ),জাতীয় পার্টি থেকে নূরুল ইসলাম (লাংগল)ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাসুউদুর রহমান (হাতপাখা), বিদ্রোহী প্রার্থী হিসাবে আবুল কালাম আজাদ। এ ছাড়াও সাধারণ সদস্য পদে ৪৩ ও সাংরক্ষিত নারী সদস্য পদে ১২জন।

০৯নং কাচিনা ইউনিয়নে আ’লীগ থেকে মোশফিকুর রহমান লিটন (নৌকা), বিএনপি থেকে খালেদুজ্জামান তালুকদার হুমায়ুন(ধানের শীষ), জাতীয় পার্টি থেকে আফতাব উদ্দিন আহাম্মেদ (লাংগল)। এ ইউনিয়নে কোন বিদ্রোহী প্রার্থী নেই।সাধারণ সদস্য পদে ৩১ ও সংরক্ষিত সদস্য পদে ১০জন।  

১০নং হবিরবাড়ি ইউনিয়নে আ’লীগ থেকে তোফায়েল আহাম্মেদ বাচ্চু (নৌকা) ,বিএনপি থেকে খলিলুর রহমান,বিদ্রোহী প্রার্থী হিসাবে মোঃ আবুল কালাম।সাধারণ মেম্বার পদে ৩১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন।

১১নং রাজৈ ইউনিয়নে আ’লীগ থেকে নূরুল ইসলাম বাদশাহ (নৌকা), বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহম্মেদ (ধানের শীষ), এ ছাড়াও সাধারণ সদস্য পদে  ৩৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯জন মনোনয়ন পত্র দাখিল করেন। 

মন্তব্যসমূহ