নাজমুস সাকিব- ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
যেখানে বাংলাদেশ ছাত্রলীগ নেই সেখানে উন্নয়নের ধারা থাকতে পারেনা, সেখানে বঙ্গবন্ধুর আদর্শ নেই এবং সেখানে মুক্তিযোদ্ধের চেতনা থাকবেনা। বাংলাদেশ ছাত্রলীগ হলো রাজনীতির শিক্ষক, রাজনীতি করতে হলে অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ করতে হবে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
গতকাল বুধবার দুপুর ২টায় কবি নজরুল বিশ^বিদ্যালয়ের ১০ম ব্যাচের নবীন বরণ ২০১৬ উপলক্ষে ’গাহি সাম্যের গান” মঞ্চে বিশ^াবদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্ভোদন কালে তিনি এসব কথা বলেন। সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগ করতে হলে অবশ্যই মেধাবী ছাত্র হতে হবে, বঙ্গবন্ধুর অসমাপ্ত জিবনী বইটি পড়তে হবে, ছাত্রলীগের ইতিহাস ও ছাত্রলীগের ভবিষ্যত জনতে হবে । তিনি আরো বলেন, ছাত্রলীগ এবং জাতির পিতা একে অপরের পরিপূরক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল বিশ^াবদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদ এবং সঞ্চালনা করেন কবি নজরুল বিশ^াবদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ। অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ময়মনসিংহ অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবীণদের বরণ ও পুরষ্কার বিতরণ করা হয়। পরে বিকেল সাড়ে ৩টায় এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ