ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ষ্ঠ ধাপে দলীয় প্রার্থীদের নাম শনিবার সকাল ১১টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ঘোষণা করবে আওয়ামী লীগ।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা শেষে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভা শেষে জানানো হয়, ইউনিয়ন পরিষদের ৬ষ্ঠ ধাপের নির্বাচন বিষয়ে এক বৈঠক সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। বৈঠক শেষে ৬ষ্ঠ ধাপের চেয়ারম্যান প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
মন্তব্যসমূহ