১৬ বছরে এই প্রথম বৃষ্টিতে ভেসে গেল একটি দিন

১৬ বছরে এই প্রথম বৃষ্টিতে ভেসে গেল একটি দিন
গত ১৬ বছরে এমন ঘটনা আর ঘটেনি। ২০০০ সালে সর্বশেষ বৃষ্টির কারণে একটি দিনের সবগুলো ম্যাচ বাতিল করতে হয়েছিল ফ্রেঞ্চ ওপেনে। ১৬ বছর পর আবারো ঘটলো একই ঘটনা। এবারো তুমুল বৃষ্টির কারণে সবগুলো ম্যাচই বাতিল বলে ঘোষণা করতে হয়েছে।

ফ্রেঞ্চ ওপেনের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, `আবহাওয়ার কারণে দ্বিতীয় রাউন্ডের আজকের দিনের কোনো ম্যাচই আর অনুষ্ঠিত হতে পারলো না।` সমস্যা আরো রয়েছে, আগামীকাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কি-না তা নিয়েও ঘোর সন্দেহ। কারণ আবহাওয়ার রিপোর্ট মোটেও ভালো না।

সোমবার শেষ ষোলোর ৮টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দিনের খেলা বাতিল করায় ম্যাচগুলো বডিলি শিফট করে মঙ্গলবার নিয়ে যাওয়া হয়েছে।

পুরুষ এককের তিনটি কোয়ার্টার ফাইনালও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অ্যান্ডি মারের খেলার কথা ছিল রিচার্ড গাসকুয়েটের বিপরীতে। বর্তমান চ্যাম্পিয়ন স্টান ভাভরিঙ্কাও মাঠে নামার কথা রয়েছে মঙ্গলবার।

মন্তব্যসমূহ