শক্তি প্রদর্শনের সম্মেলনে জাপার ব্যাপক প্রস্তুতি

জাহিদ হোসেন বিপ্লব
প্রিন্ট অ-অ+
আগামী ১৪ মে সোহরাওয়ার্দী উদ্যানে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দলের সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি গুরুত্বপূর্ণ থাকলেও জাপার কাউন্সিল কিছুটা ব্যতিক্রম। 
 
কাউন্সিলের আগেই দলটির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ, মহসচিব, সিনিয়র কো- চেয়ারম্যান, কো-চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। তাই এবারের সম্মেলনে শীর্ষ নেতৃত্বের  উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হচ্ছে না। তবে এবারের সম্মেলনকে দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মীরা দেখছেন শক্তি প্রদর্শনের সম্মেলন হিসেবে। এই জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সারা দেশ থেকে অন্তত পঞ্চাশ হাজার নেতাকর্মী সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
 
এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমির হাওলাদার এমপি বিবার্তাকে বলেন, জাতীয় পার্টির এই সম্মেলনে সারা দেশ থেকে অন্তত পঞ্চাশ হাজার নেতাকর্মী অংশ নেবেন। এ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় পার্টি আবারো ঘুরে দাঁড়াবে এবং আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করবে। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি যে একটি ফ্যাক্টর তা আমরা প্রমাণ করবো। 
 
তিনি বলেন, এ সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মীদের মধ্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা অতীতের ভূল-ত্রুটি শুধরে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
 
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আগামী ১৪ তারিখ শুধু আমাদের পার্টির সম্মেলন নয়। এই দিন আমাদের শক্তি প্রর্দশনের দিন। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করবো জাতীয় পার্টিই আগামী দিনের বাংলাদেশের রাজনীতির প্রধান শক্তি। শুধু তাই নয়, সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় পার্টি দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই জোরদার করবে। জোরদার করবে মানব মুক্তির সংগ্রাম। দেশের হাজার হাজার এরশাদ সৈনিক ওই দিন ঢাকায় এসে নতুন করে শপথ  নিয়ে গ্রাম-শহর-বন্দরে ছড়িয়ে যাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা নিয়ে । 
 
এদিকে জাতীয় পার্টির এই সাংগঠনিক শক্তি দেখার জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপি, বিরোধী দল কংগ্রেসসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
 
এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১০ জন নেতা সম্মেলনে যোগ দেবেন বলে বিবার্তাকে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়। এছাড়া ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ একজন নেতাও সম্মেলনে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেন তিনি ।
 
পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদুত, হাইকমিশনার ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন জাতীয় পার্টির কাউন্সিলে। আমন্ত্রণ জানানো হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন ইসলামী দলের নেতাদের।  
খোঁজ জানা গেছে, পার্টির চেয়ারম্যান এরশাদ ও রওশন এরশাদের মধ্য দ্বন্দ্ব নিরসন হওয়ায় জাপার এমপিরা সর্বশক্তি দিয়ে সম্মেলন সফল করার জন্য মাঠে নেমেছেন। দলটির এমপিরা নিজ নিজ এলাকা থেকে ব্যাপক শোডাউন করে সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সম্মেলন সফল করার জন্য কাজ করছেন। 
 
ঢাকা মহানগর দক্ষিণের প্রস্তুতি
 
অষ্টম জাতীয় সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি। সম্মেলনে ঢাকা দক্ষিণ থেকে ১৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য থানা ও ওয়ার্ড নেতাদের নিয়ে দফায় দফায় সভা করেছেন সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। শুধু লোকসমাগম নয়, সম্মেলনকে কেন্দ্র করে তোরণ নির্মাণ, পোস্টার, বিলবোর্ড, ব্যানার ফেস্টুন লাগিয়ে চলছে প্রচার-প্রচারণা।
 
এ ব্যাপরে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সুজন দে জানিয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি থেকে অন্তত ১৫ হাজার নেতাকর্মী জাতীয় সম্মেলনে অংশ নেবেন। এর মধ্যে সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচর্নী এলাকা শ্যামপুর কদমতলি থেকে যোগ দেবেন সাত হাজার নেতাকর্মী। 
 
এছাড়া তিন ধরণের পোস্টার প্রকাশিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে। তিন শতাধিক ব্যানার ফেস্টুন তৈরি করা হয়েছে। কাল থেকে বিলবোর্ড লাগানো হবে। এছাড়া বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হচ্ছে। 
 
ঢাকা মহানগর উত্তরের প্রস্ততি 
 
জাপার ৮ম সম্মেলনকে ঘিরে উত্তরের প্রস্তুতির ব্যাপারে দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী বিবার্তাকে বলেন, ঢাকা মহানগর উত্তর জাপা একশ তোরণ নির্মাণ করবে। যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কেন্দ্রের পোস্টার ছাড়াও আমাদের প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে সম্মেলন সফল করার জন্য পোস্টার করেছে। সম্মেলনে উত্তরের ১০ হাজার নেতাকর্মী যোগ দেবেন বলে দাবি করেন চিশতী।

মন্তব্যসমূহ