ভালুকায় দলীয়
শৃংখলা ভঙ্গের দায়ে ৮ নেতাকর্মীকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ
বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের নের্তৃবৃন্দের সমন্বয়ে এ বহিস্কার করা হয়েছে বলে সংগঠনের সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলীয় সুত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে
গিয়ে প্রার্থী হওয়া এবং প্রার্থীর পক্ষে গণসংযোগ করায় দলীয় শৃংখলা ভঙ্গের
অভিযোগে নেতাকর্মীকে বহিস্কার করা হয়। বহিস্কার তালিকায় রয়েছেন উপজেলা
আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং ভালুকা উপজেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহম্মেদ ধনু। এছাড়াও
বহিস্কৃত অন্যান্য নেতাকর্মীগণ হলেন ২নং মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি ও বিদ্রোহী প্রার্থী মোঃ লোকমান হেকিম একই ইউনিয়নের অপর বিদ্রোহী
প্রার্থী আতাউর রহমান, ৪নং ধীতপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম,
৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দিন আহম্মেদ, ৮নং
ডাকাতিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ লেবু, কাচিনা
ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম, হবিরবাড়ী ইউনিয়নের
বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ।
বহিস্কারকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডাঃ
একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ
মাস্টার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, যুবলীগ সাধারণ
সম্পাদক এজাজুল হক পারুল, কৃষকলীগ সভাপতি হাজী আব্দুর রহমান প্রমুখ
নেতৃবৃন্দ।
বহিস্কার বিষয়ে ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন
উদ্দিন আহম্মেদ ধনু বলেন, দলের কার্যনির্বাহী কমিটির সভা ছাড়া বহিস্কার
করার ক্ষমতা তাদের নাই।
মন্তব্যসমূহ