সোনারগাঁয়ে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণির ছাত্রী

Ballo Bibahoনিজস্ব প্রতিবেদক : সোনারগাঁ পৌরসভার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে।
জানা যায়, রোববার (৫ জুন) পৌরসভার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে এক সৌদী প্রবাসীর বিবাহের কথা ছিল। বিষয়টি জানতে পেরে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুলিশ সঙ্গে নিয়ে পৌরসভার টিপুরদী রতনদী এলাকায় উক্ত ছাত্রীর বাড়িতে গিয়ে বিবাহ বন্ধ করে দেন। এ ঘটনায় সচেতন মহলে স্বস্তির আভাস ফুটে উঠেছে

মন্তব্যসমূহ