ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎপৃষ্টে দুই জন নিহতের খবর পাওয়া গেছে।জানা যায়, শুক্রবার (১০ জুন) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গালর্স স্কুলের পাশের গ্রামের মৃত আঃ হামিদ এর ছেলে শুক্কুর আলী (৫২) গাছে জাম পাড়তে উঠে বিদ্যুতের তাড়ে শর্ট খেয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃতু ঘটে।অপরদিকে শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী ওয়াল্টন প্লাজার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ড্রেনের ওয়ারিং কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার আঃ কুদ্দুসের ছেলে আঃ হেকিম (২২) গুরুতর আহন হন। তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতদের লাশ দাফন করার জন্য তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
মন্তব্যসমূহ