ভালুকায় পুলিশ পরিচয়ে দিনদুপুরে টাকা ছিনতাই


ভালুকায় পুলিশ পরিচয়ে দিনদুপুরে একটি সংঘবদ্ধ ছিনতাইকারীদল প্রাইভেটকার দিয়ে মোটরসাইকেল আটকিয়ে আবুল মুনসুর নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৪ জুন মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকার রশিদ ফিলিং স্টেশনের পাশে।
জানা যায়, ঘটনার সময় দুপুরে আবুল মুনসুর এক্সিম ব্যাংক সিডস্টোর বাজার শাখা থেকে ছয় লাখ ৫ হাজার টাকা উত্তোলন করে মোটর সাইকেলে হবিরবাড়ি এলাকায় নির্মাণাধিন কোকাকোলা কোম্পানিতে যাচ্ছিলেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রশিদ ফিলিং স্টেশনের পাশে উঁৎ পেতে থাকা ৪ ছিনতাইকারী সিলভার কালার একটি এফপ্রিমিও প্রাইভেটকার দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ছিনাতইকারীরা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডকাফ ও পিস্তল বের করে তাকে গাড়িতে তোলার চেষ্টা করে। আবুল মুনসুর ডাক-চিৎকার শুরু করলে ছিনতাইকারীদল তার হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।
আবুল মুনসুর জানান, শ্রমিকদের বিল দেয়ার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে কোম্পানীতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।]]

মন্তব্যসমূহ