ভালুকা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রাজ্জাক ফকির ও কাচিনা ইউনিয়ন আ’লীগের সদস্য শহিদুল ইসলাম ফকিরকে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ ও সংগঠনবিরোধি কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ০৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রাজ্জাক ফকির উপজেলার ০৯ নম্বর কাচিনা ইউনিয়নে দলীয় মনোনয়নের (নৌকা) জন্য ব্যাপক লবিং করেন। কিন্তু তিনি মনোনয়ন না পেয়ে তার ছোট ভাই স্বতন্ত্র (আনারস) চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষ্যে দলীয় সৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করেন। এরই অভিযোগে আ’লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে আ’লীগের সকল পদ, পদবী ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই অভিযোগে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রাজ্জাকের চাচা কাচিনা ইউনিয়ন আ’লীগের সদস্য শহিদুল ইসলাম ফকিরকেও দল থেকে অব্যাহতি দেয়া হয়।
মন্তব্যসমূহ