গফরগাঁওয়ে ১৫ ইউপিতে আ’লীগ প্রার্থী বিজয়ী


শেষ ধাপে  অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকটি আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থীরা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। 

নির্বাচিত আওয়ামীলীগ প্রার্থীরা হলেন- ১নং রসুলপুর ইউনিয়নে- মোঃ সাইফুল আলম ,২নং বারবাড়িয়া ইউনিয়নে-আবুল কাশেম,৩নং চরআলগী ইউনিয়নে-মাসুদুজ্জামান মাসুদ, ৪নং সালটিয়া ইউনিয়নে-নাজমুল হক ঢালী,৫যশরা ইউনিয়নে-তারিকুল ইসলাম রিয়েল,৬নং রাওনা ইউনিয়নে-মোঃ শাহাবুল আলম,৭নং মশাখালী ইউনিয়নে-মোস্তফা কামাল মনি,৮নং গফরগাঁও ইউনিয়নে-শামছুল আলম খোকন,৯নং পাঁচবাগ ইউনিয়নে-শাহ-মোঃ কামরুল  ইসলাম ফখরুল, ১০নং উস্থি ইউনিয়নে-নজরুল ইসলাম তোতা, ১১ নং লংগাইর ইউনিয়নে-আব্দুল্লাহ আল আমিন বিপ্লব,১২নং পাইথল ইউনিয়নে-মোঃ আক্তারুজ্জামান ঢালী,১৩নং দত্তেরবাজার ইউনিয়নে-মোছাঃ রোকসানা বেগম,১৪ নং নিগুয়ারী ইউনিয়নে- মোঃ শাহাব উদ্দিন ও ১৫নং টাঙ্গাব ইউনিয়নে-মোফাজ্জল হোসেন সাগর । 

মন্তব্যসমূহ