শেষ ধাপে অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকটি আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থীরা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত আওয়ামীলীগ প্রার্থীরা হলেন- ১নং রসুলপুর ইউনিয়নে- মোঃ সাইফুল আলম ,২নং বারবাড়িয়া ইউনিয়নে-আবুল কাশেম,৩নং চরআলগী ইউনিয়নে-মাসুদুজ্জামান মাসুদ, ৪নং সালটিয়া ইউনিয়নে-নাজমুল হক ঢালী,৫যশরা ইউনিয়নে-তারিকুল ইসলাম রিয়েল,৬নং রাওনা ইউনিয়নে-মোঃ শাহাবুল আলম,৭নং মশাখালী ইউনিয়নে-মোস্তফা কামাল মনি,৮নং গফরগাঁও ইউনিয়নে-শামছুল আলম খোকন,৯নং পাঁচবাগ ইউনিয়নে-শাহ-মোঃ কামরুল ইসলাম ফখরুল, ১০নং উস্থি ইউনিয়নে-নজরুল ইসলাম তোতা, ১১ নং লংগাইর ইউনিয়নে-আব্দুল্লাহ আল আমিন বিপ্লব,১২নং পাইথল ইউনিয়নে-মোঃ আক্তারুজ্জামান ঢালী,১৩নং দত্তেরবাজার ইউনিয়নে-মোছাঃ রোকসানা বেগম,১৪ নং নিগুয়ারী ইউনিয়নে- মোঃ শাহাব উদ্দিন ও ১৫নং টাঙ্গাব ইউনিয়নে-মোফাজ্জল হোসেন সাগর ।
মন্তব্যসমূহ