কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেল আজ। আজই নির্ধারিত হলো শেষ আটের আটটি দল।
ব্রাজিল-উরুগুয়ের বিদায়ের পর শেষ আটের লড়াইটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, চিলি ও মেক্সিকোর মধ্যে।
খেলাগুলো হবে যথাক্রমে ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইকুয়েডরের মধ্যে, ১৮ জুন পেরু ও কলম্বিয়া, ১৯ জুন ভোরে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা এবং ঐ দিন সকালেই চিলি ও মেক্সিকোর মধ্যে।
আর্জেন্টিনার প্রতিপক্ষ গ্রুপ 'সি'-এর রানার্সআপ ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা এবার গ্রুপ পর্বে দুটি জিতেছে, একটিতে ড্র। গোল খেয়েছে মাত্র একটি, করেছে তিনটি। অটল রক্ষণ আর নিখুঁত আক্রমণ নিয়েই আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। ম্যাচটি বাংলাদেশ সময় ১৯ জুন, ভোর পাঁচটায়।
কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৪ বছরের শিরোপা খরার পথে বাধা আর মাত্র দুটি দল।
কোয়ার্টার ফাইনালের সূচি:
১৭ জুন (সকাল ৭-৩০): যুক্তরাষ্ট্র-ইকুয়েডর
১৮ জুন (সকাল ৬টা): পেরু-কলম্বিয়া
১৯ জুন (ভোর ৫টা): আর্জেন্টিনা-ভেনেজুয়েলা
১৯ জুন (সকাল ৮টা): চিলি-মেক্সিকো
মন্তব্যসমূহ