বিয়ানিবাজারে অাওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটের বিয়ানীবাজারে পুলিশের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছেন নিজ দলের নেতাকর্মীরা। নিহত মাহতাব উদ্দিন (৩৫) উপজেলার চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চারখাই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার আলীনগর গ্রামের টিকরপাড়ায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে জানান স্থানীয়রা। খুনের পর ঘটনাস্থল থেকে আব্দুল মুহিত, আব্দুল মুমিন ও নিহতের চাচাতো ভাই আব্দুল ফাত্তাহসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

মন্তব্যসমূহ