মোঃ মমিনুল ইসলাম,ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে আনিস মোল্লাহ (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যুহয়েছে। মঙ্গলবার (২১ জুন ) সন্ধ্যায় উপজেলার সিডষ্টোর বাজারে।
জানা যায়, সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও গ্রামের আমিনুল ইসলামের ছেলে আনিস মোল্লাহ দোকানে বিদ্যুতের সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবসত তিনি পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আনিসকে
ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা
করেন।
সে ভালুকা ফাযিল মাদ্রাসার ফাযিল ১ম বর্ষের ছাত্র ও আল-কোরআন ফাউন্ডেশন ভালুকার একজন সদস্য ছিলেন তার অকাল মৃত্যুতে আল-কোরআন ফাউন্ডেশন ভালুকার পরিচালক শোক প্রকাশ করেন ।
মন্তব্যসমূহ