ময়মনসিংহে শিক্ষা বোর্ডের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে রওশন

নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড করার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

সোমবার (২৭ জুন) সংসদে বাজেট আলোচনা চলাকালে প্রধানমন্ত্রীর সংসদ লবিতে বেলা ২টার পর দেখা করতে যান রওশন এরশাদ।  প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে প্রায় ২০ মিনিট আলোচনা করেন।

এ সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।

বৈঠক বিষয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।

প্রধানমন্ত্রী উন্নয়নমূলক সব কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান রওশন এরশাদ।

মন্তব্যসমূহ