কোন একদিন আমি চলে যাবো
অজানা পথ ধরে,
সেদিন আমায় তুমি পাবেনা খুজে
এই বিশাল মানবমাজার ঘুরে!
অজানা পথ ধরে,
সেদিন আমায় তুমি পাবেনা খুজে
এই বিশাল মানবমাজার ঘুরে!
নীল অপরাজিতার পাতায় পাতায়
মোর সকল দুঃখ রবে মিশে,
সন্ধ্যামালতীর নিবিড় -কান্নায়
মোর কাঁজলী আঁখী যাবে ভেসে /
মোর সকল দুঃখ রবে মিশে,
সন্ধ্যামালতীর নিবিড় -কান্নায়
মোর কাঁজলী আঁখী যাবে ভেসে /
ভোরের শেফালী ঝরা পাতায়
মোর কত কথামালা রবে গাঁথা,
কত নিশি ঘুমাইনি আমি
সদা যেন মেলি রয়েছি মোর দুটি নয়নের পাতা/
মোর কত কথামালা রবে গাঁথা,
কত নিশি ঘুমাইনি আমি
সদা যেন মেলি রয়েছি মোর দুটি নয়নের পাতা/
চাঁপাবনের চাঁপা ফুলে দেখিবে মোর
রাঙা ঠোঁটের ঝলমল হাসি,
জোছনা রাতে মোরে পড়বে মনে
চারিদিকে কত জোনাক জ্বলিবে রাশি রাশি!
রাঙা ঠোঁটের ঝলমল হাসি,
জোছনা রাতে মোরে পড়বে মনে
চারিদিকে কত জোনাক জ্বলিবে রাশি রাশি!
অকূল দরিয়ার স্রোতে ভেসে
আমি চলেছি একা,
এই অন্তিম ক্ষণে শত সাধন করিলেও
তুমি পাবে না মোর দেখা /
আমি চলেছি একা,
এই অন্তিম ক্ষণে শত সাধন করিলেও
তুমি পাবে না মোর দেখা /
মন্তব্যসমূহ