:
ময়মনসিংহের ভালুকায় আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘একটি সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগী প্রয়োজন। এ লক্ষ্যে সাংবাদিকরা সবচেয়ে বেশী সহযোগীতা করতে পারে। নির্বাচনী পরিবেশ বিঘিœত হচ্ছে এমন কোন তথ্য থাকলে তা সাথে সাথে প্রশাসনকে জানিয়ে সহযোগীতা করুন। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি ভাল নির্বাচন আমরা উপহার দিতে পারব ইনশাআল্লাহ।’ মো. কামরুল আহসান তালুকদার ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, এ নির্বাচনে ৬ জন ম্যাজিষ্ট্রেট থাকছে তাদের মধ্যে ২জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। থাকবে ১৫০ জন বিজিবি, র্যাবের ৪টি টহল টিম, প্রতিটি কেন্দ্রে ১৭জন ফোর্স তাদের মধ্যে ৭জন আগ্নেয়াস্ত্রসহ। আগ্নেয়াস্ত্রের মধ্যে থাকবে শর্টগান, চাইনিজ রাইফেল ও বন্দুক। প্রতিটি অস্ত্রে ৪০ রাউন্ড গুলি লোড করা থাকবে। তিনি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে জনগণের সহযোগীতা কামনা করে বলেন সকলে ঐক্যবদ্ধ থাকলে ভোটের পরিবেশ বিঘিœত করতে কেউ সাহস পাবেনা। এ উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত হওয়ায় বাকি ১০ টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা অনেকটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই চলছে। উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ১০ টি ইউনিয়নে রিটার্নিং অফিসার ৪ জন, সাধারণ ওয়ার্ড ৯০ টি, সংরক্ষিত আসন ৩০ টি, ভোটার এলাকা ১৩৬ টি, ভোট কেন্দ্র ৯৩ টি, ভোট কক্ষ ৫৪১ টি, মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৭২৭ জন, পুরুষ ১ লাখ ৬ হাজার ৮২ জন, মহিলা ১ লাখ ৭ হাজার ৬৪৫ জন, প্রিজাইডিং অফিসার ৯৩ জন, সহকারী প্রিজাইডিং ৫৮৭ জন, পোলিং অফিসার ১ হাজার ১৭৪ জন, চেয়ারম্যান প্রার্থী ৩৬ জন, সাধারণ সদস্য ৩৩৬ জন ও সংরক্ষিত আসনের সদস্য ১০৪ জন। এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় মেম্বার নির্বাচিত হয়েছেন ২ জন।
মন্তব্যসমূহ