ত্রিশালে নব-নির্বাচিত ইউ.পি চেয়ারম্যানদেরকে পৌর মেয়রের সংবর্ধনা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:: গত ৪জুলাই অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের কে সংবর্ধনা দিয়েছে ত্রিশাল পৌরসভার মেয়র এ.বিএম আনিছুজ্জামান।
গত সোমবার ত্রিশাল পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা শেষে নব নির্বাচিত চেয়ারম্যানদেরকে সংবর্ধনা দেন।
সংবর্ধিত চেয়ারম্যানগণ হলেন, ১নং ধানীখোলা ইউনিয়নের পূনরায় নির্বাচিত চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, ২নং বইলর ইউনিয়নের পূনরায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মুকুল, ৩নং কাঠাঁল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল সরকার, ত্রিশাল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ আমিন, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ মন্ডল, আমিরাবাড়ী ইউয়িনের চেয়ারম্যান আনিছুর রহমান।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যানগণদেরকে পৌর মেয়র এবিএম আনিছুজ্জামানের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের পরিচালক অধ্যাপক ড. সুব্রত কুমার দে, ত্রিশাল পৌরসভার সচিব মো. নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, পৌরসভার প্যানেল মেয়র-১ আজহারুল ইসলাম, প্যানেল মেয়র-২ মেহেদী হাসান নাছিম, প্যানেল মেয়র-৩ শিরিন আক্তার, কাউন্সিলর এবি ছিদ্দিক শাহজাহান, রাশিদুল হাসান বিপ্লব, দুলাল হোসেন মন্ডল, আব্দুল্লাহ আল ফুয়াদ তরফদার, নূরুল হুদা শিবলু, জহিরুল হক লিটন, সংরক্ষিত কাউন্সিলর নাছিমা পারভিন, তাসলিমা আক্তার প্রমূখ।

মন্তব্যসমূহ