কাগজের কঙ্কাল দালান জাহান

Image result for কাগজের কঙ্কাল
সেদিন জেলঘরে নেমেছিল অবিশ্বাস্য মৃত্যু
গোলাপি আলোয় যারা একে ছিল
কান্নারত মানুষের কাগজের কঙ্কাল
যাদের মাথায় চড়ে বসেছিল
কল্পনার দুরন্ত মেঘ শাবকের
এক অনাবিল মুক্ত আকাশ
যাদের কে নিয়ে তোমরা এখন নগ্ন গল্প বানাও
যাদের রক্তের আগুনে পোড়াও
শীতলক্ষ্যা , বুড়িগঙ্গার দুঃখ
ধূলিপরা স্টেশনের স্নেহপূর্ণ হৃদস্পন্দন ।
সেদিন কামার্ত পাক ব্যাটালিয়নে
দূরবর্তী পাহাড়ের কান্না শোনা গিয়েছিল
রক্তাক্ত টয়লেটে পরে ছিল কয়েক টুকরো হৃদপিন্ড
যাদের হাড়ে ঝুলন্ত প্রদীপের জ্বালানি হয়েছিল
রায়ের বাজারের বধ্যভূমি দরজা
আজ যাদের নিঃশ্বাস চড়ে হরিণ ছানা
লাফিয়ে ছুঁতে চায় বিলবোর্ড আকাশের
মানচিত্র কপাট ।
সেদিন যে রমনী আয়নায় নিজের মুখ খুঁজেছিল
জ্বলন্ত সিগারেটে পুড়েছিল যার স্তন যুগল
বীরাঙ্গনার সার্টিফিকেট আর চমৎকার ব্রেকিং নিউজ
পারমানবিক চুল্লির গলায় ক্রোধের শিকল
বন্দিত্বের রক্তাক্ত পায়ে
জমতে থাকে মহাশূন্যের দেহ।
আমি সেই সব মিথ্যেবাদীর কথা বলছি
আজ যারা মদের গ্লাস আর সঙ্গম জুসে ডুবে থাকো
পঙ্গু স্বদেশ প্রেমের রাইফেল কেড়ে
ফণীমনসার অন্ধকারে ভরা হিস্টিরিয়ায় ভুগছ !
বিলাসি রমনীর মাংসল নিতম্ব হাতে
অন্যপ্রান্তে বল হ্যালো ইতিহাস
যারা বদলে দিতে যাও উপবৃত্ত
যারা বদলাতে চাও স্বাধীনতার স্রোতধারা ।
একদিন সেই সব মানুষের ঘুম ভাঙবে
যাদের কবরের পাশে আশ্চর্য ফুল ফুটেছে
যারা আজও শব্দের ভিতরে সৃষ্টি করে
আতঙ্কগ্রস্ত মানুষের পথ
যারা নির্বাক নিস্তব্ধ হয়ে
তোমাদের অদ্ভূত ভাষণ শুনে যায়
হয়তো সমাধির কংকর কাঁকরে তারাই
সমুদ্র হয়ে লড়বে যা কিনা
তোমরা ভাবতে পার রোয়ানুর মতো পূর্বাভাস ।
দালান জাহান
01 june 2016
সখিপুর

মন্তব্যসমূহ