ময়মনসিংহ থেকে খুলনা-রাজশাহী-রংপুর পথে বাস চলাচল বন্ধ

মালিক সমিতির দ্বন্দ্বে ময়মনসিংহ থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সব পথে বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ওই পথ দিয়ে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম জানান, সমঝোতার মাধ্যমে ময়মনসিংহ থেকে যশোর ও সাতক্ষীরা পথে আলাদা দুটি সার্ভিস চালু করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে ময়মনসিংহ-যশোর পথে চলাচলকারী শামীম এন্টারপ্রাইজের বাস থামিয়ে সিরাজগঞ্জের পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেনের নির্দেশে যাত্রী নামিয়ে দেয়। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা ময়মনসিংহ-সাতক্ষীরা পথে নামানো নতুন প্যাসিফিক সার্ভিসের বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। ফলে শামীম এন্টারপ্রাইজ সার্ভিসটি ময়মনসিংহ-বেনাপোল-খুলনা, ময়মনসিংহ-দিনাজপুর-পঞ্চগড় পথে চলছে না। ময়মনসিংহ-নীলফামারী-ভুরুঙ্গামারী পথে যশোদা সার্ভিস, ময়মনসিংহ-সাতক্ষীরা পথে কাজী এন্টারপ্রাইজ, ময়মনসিংহ-বগুড়া পথে নিরাপদ সার্ভিস, ময়মনসিংহ-রাজশাহী-চাঁপাই পথে শ্রমিক ইউনিয়ন সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনদিন ধরে যাত্রীদের স্বার্থে ময়মনসিংহ মালিক সমিতির নেতারা বাধাদানকারী নেতাদের সঙ্গে ধর্মঘটের পাশাপাশি দেন-দরবার অব্যাহত রেখেছেন বলে জানান নেতারা।
ময়মনসিংহ শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমাদের সঙ্গে সমঝোতা না হলে ময়মনসিংহ থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সব পথে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধের কর্মসূচি অব্যাহত থাকবে।’

মন্তব্যসমূহ