ফুলবাড়ীয়া মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে জাপানেতাসহ ২ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত

ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে আনুহাদী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনুহাদি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমসর আলী (৪৫) ও মো. হোসেন আলী ফকিরের ছেলে রাঙ্গামাটিয়া ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আব্দুল হালিম (৩০)। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। তারা হলেন- রুস্তম মেম্বার, আব্দুল মতিন ও মোফাজ্জল হোসেন।
পুলিশ জানায়, আনুহাদি বড়বিলা বিলপাড়ে সরকারী বড়খালে মাছ ধরাকে কেন্দ্র করে আনুহাদি গ্রামের রুস্তম মেম্বার ও আমসর আলী গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে আমসর আলী, আব্দুল হালিম, সেকান্দর আলী, শহিদুল ইসলাম, আসাদ, আলম, রাশিদা, মনোয়ারা, সেকান্দর, আহসান, আক্কাছ, কছিম উদ্দিন ও শহিদুল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের ফুলবাড়ীয়া ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে শুক্রবার দুপুরে আমসর আলী ও আব্দুল হালিম মারা যান।
ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব বলেন, সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় বড়বিলার বিলের ইজারাদার রুস্তম মেম্বারসহ ৩ জনকে আটক করা হয়েছে।

মন্তব্যসমূহ