৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভালুকার ১০ ইউনিয়নের ভোট গ্রহন
১০টি ইউনিয়নেই সুষ্ঠভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে, দাবী প্রশাসনের। ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডি.আই.জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, র্যব ও বিজেবি’র উধ্বতন কর্মকর্তাগণ ভালুকা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সাথে ছিলেন।
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক নির্বাচনি পরিবেশ ছিল স্বাভাবিক ও সুশৃঙ্খল। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বেসরকারী ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী ১০টি ইউনিয়নের ৯টিতেই নেীকা, একটিতে আনারস বিজয়ী হয়েছে। ১নং উথুরা ইউনিয়নে বজলুর রহমান বাচ্চু নৌকা, ২নং মেদুয়ারী ইউনিয়নে জেসমিন নাহার রানী নৌকা, ৩নং ভরাডোবা ইউয়িনে শাহ আলম তরফদার, ৫নং বিরুনীয়া ইউনিয়নে রিদুয়ান সারোয়ার রব্বানী, ৬নং ভালুকা ইউনিয়নে শিহাব আমীন খান, ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নে আকরাম হোসেন নৌকা, ৮নং ডাকাতিয়া ইউনিয়নে সাইফুল ইসলাম নৌকা, ৯নং কাচিনা ইউনিয়নে মুশফিকুর রহমান লিটন নৌকা ও ৪নং ধীতপুর ইউনিয়নে এতমাত্র সতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আনারস প্রতীক বিজয়ী হয়েছেন।
প্রশাসনকে সহযোগীতা করবার জন্য সাধারণ জনগণসহ সকলের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষথেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুর আহসান তালুকদার। সাধারণ ভোটার ও পর্যবেক্ষকদের মতে বিগত যেকোন নির্বাচনের তুলনায় চলতি নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছে। এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সাধারণ মানুষ প্রশাসনকে অভিবাধন জানিয়েছেন।
মন্তব্যসমূহ