ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে। মডেল থানার সেকেন্ড অফিসার এস আই ফয়েজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মল্লিকবাড়ি মোড় থেকে এসআই হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পালগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে মোস্তফা (২৫) ও আবুল কালামের ছেলে জুয়েলকে (২৫) ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দু’টি রাম দা উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি সিডি আই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় রাহাত নামে অপর এক যুবক পালিয়ে যায়।
মন্তব্যসমূহ