নিখিল -ভুবন শেখ সুমাইয়া সুলতানা


এ নিখিল -ভুবনে
কেন পাঠাইলে মোরে?!
পরকালের হিসেব -নিকেশ
ওগো আল্লাহ কি দিব তোমারে?!
মানবে মানবে তুমি
বাধিয়া দিলে সংসার,
কারও জীবন অধিক সুখের
আবার কারও জীবন দুঃখে হাহাকার!
কাউকে দিলে বিশাল রাজ্য
কারও দালান কোঠা,
কারও আবার গাছের তলে
কারও একটু মাটির ভিটা /
তবে বিদায় বেলে সবে সমান
শুধু একটি মাটির ঘর ,
সেই ঘরের নাম রাখিলে
অন্ধকার কবর!
কেমনে বুঝিব আল্লাহ
তোমার -লীলা?
ভাবিতে ভাবিতে মোর
কেটে যায় বেলা!
দুনিয়ার সুখ চাই না মোরা
চাই গো পর-পারে,
মোদের নেকীর পাল্লা ভার করিও
ওগো আল্লাহ ঐ না কঠিন রোজ হাশরে!!
কবিতাটি এক বছর আগের লেখা/ মাঝেমাঝে মাথায় কোন কাজ করে না তাই পুরোনো কবিতা শেয়ার করতে হয়/

মন্তব্যসমূহ