ময়মনসিংহে ১১ মহিলা সহ ১৬ ছিনতাইকারী আটক

ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকার গাঙ্গিনারপাড়, বারী প্লাজা স্টেশন রোড সংলগ্ন থেকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামরুল ইসলাম এর নির্দেশে ১নং ফাড়ির টি.এস.আই আশরাফুল ইসলাম এর নেতৃত্বে রবিবার বিকাল আনুমানিক ৫.৩০ টায় ১৬ জন ছিনতাইকারী নারীসহ চোরচক্রদের আটক করে ১নং পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। উল্লেখ্য বাদী ফাহিমা খাতুন, স্বামী আব্দুল মোতালেব, সাং- লিচুবাগান, আকুয়া নিবাসী ফাহিমা খাতুন, গফরগাও থেকে আসার পথে চোর ও ছিনতাইকারী চক্রের এক সদস্য তার গলার চেইন ছিনিয়ে নেয়। কিন্তু ভাগ্যবশত চোরচক্রকে চিনলেও দ্রুত গতিতে পালিয়ে যায়। গত রবিবার ফাহিমা খাতুন ঈদের কেনাকাটা করতে আসাতেই ছিনতাইকারী চক্রের তিনজনকে হাতে নাতে ধরে ফেলে এবং ১নং পুলিশ ফাঁড়ির টি.এস.আই মো: আশরাফুল আলমের হাতে সোর্পদ করলে তিনি তার ফোর্স নিয়ে ময়মনসিংহ রোজা এবং ঈদকে সামনে রেখে এবং ধর্মপ্রাণ মানুষদের নির্বিঘেœ কেনাকাটা করার জন্য ওসির নির্দেশে ঝটিকা অভিযান শুরু করে। এসময় টিএসআই আশরাফুল আলমের অভিযানে ছিনতাইকারী সহ ১৬ জনকে আটক করে। ১নং ছিনতাইকারী আমেনা (৪০), স্বামী- মো: ছোয়াদ মিয়া, সাং- পিয়াম (ছাতিয়ান), থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, রহিমা (৪৫), আকলিমা (২২), মাহমুদা (২৫), আকিরা (১৯), রুকুলা খাতুন (৩৫), মোছা: চম্পা (২৫), আমিরন (২৬), শারমিন সাহানা (২৫), আসমা (২০), আউলিয়া (১৯), রোকসানা (২২), শেফালী (২৫), সোহেল মিয়া (২৬), মো: খলিল (২৪), মো: ফরহাদ মিয়া। উল্লেখ্য ১নং পুলিশ ফাঁড়ির টি.এস.আই সাংবাদিকদের বলেন, তারা ময়মনসিংহ শহরে দীর্ঘদিন যাবৎ ছিনতাই করে আসছে এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কোয়ার্টার জরাজীর্ণ ভাঙ্গা ঘরে থাকে। তিনি আরো বলেন, তথ্য অনুসারে আমরা ছিনতাইকারদের ধরতে পারি নাই, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সাংবাদিকদের প্রেস ব্রিফিং কালে ময়মনসিংহ কোতোয়ালী  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলেন, এরা পেশাদার ছিনতাইকারী, তাদের সাথে পুলিশের কোনো সম্পর্ক থাকতে পারে না, ছিনতাইকারী ধরতে কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযান অব্যাহত আছে।প্রেস ব্রিফিং কালে উপস্থিত ছিলেন, সেকেন্ড অফিসার মুশফিকুর রহমান, এস.আই মুখলেছুর রহমান ও ১নং পুলিশ ফাঁড়ি টি.এস.আই আশরাফুল আলম সহ আরো অনেকেই।

মন্তব্যসমূহ