স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের থানা-ফাড়ির ও ডিবি পুলিশের বিভিন্ন অফিসারের সাথে তুই তোয়াক্কার করে কথা বলা দাপটশালী কুখ্যাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিক কর্তৃক সংবাদ প্রকাশ করায় গত ২৬ জুন দুপুরে সংবাদ ত্রাস সৃষ্টি করে প্রতিবেদককে অমানুষিক ভাবে পিটিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে । সন্ত্রাশীরা যাবার সময়, দ্রুত বিচার আইনে মামলা করতে বলে গেছেন । ঘটনার দিনই ইফতারীর পর আহত সাংবাদিকসহ কয়েকজন সাংবাদিক কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ জমা দেন । অভিযোগে উল্লেখ করা হয়েছে , আহত সাংবাদিক প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা এখনো মাদক ব্যবসা করছে । সংবাদে তাদের ব্যবসার গতিবিদীর কথা উল্লেখস্হ মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করা হয়ে ছিল । ২০০৬ সন থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পুলিশ অফিসার এদের বিরুদ্ধে মাদক ব্যবসার প্রতিবেদন উচ্চ পর্যায়ে দাখিল করেছেন । মে /১৬ মাসে এদের বিরুদ্ধে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ করায় তাকে সংবাদ সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা আক্রমন করে । ২৬ জুন দুপুরে ১টা ৩০ মিনিটের দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক সেখানে গেলে তাকে সংবাদ সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা তার গতিরোধ করে ত্রাস সৃষ্টি ধরে নিয়ে যায় । সাংবাদিক আত্মরক্ষার জন্য আবাসিক হোটেলে যেতে চাইলে অস্র উচিয়ে আরেক দফা ত্রাস সৃষ্টি করে তাকে পিটাতে থাকে । এক পর্যায়ে তার পকেটে থাকা এক লাখ টাকা নিয়ে যায় । এর সকল চিত্র সি সি ক্যামেরায় রয়েছে । এ ব্যপারে আহত সাংবাদিকসহ কয়েকজন সাংবাদিক কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ জমা দেন । এতে সংবাদের ফটো কপি সংযুক্ত দেয়া হয়েছে । এরিপোর্ট লেখা পযন্ত মামলাটি এফ আই আর হয়নি । এমনকি কেউ গ্রেফতার হয়নি ।
মন্তব্যসমূহ