শ্রীপুরে অটো রিকশা চোরকে গণপিটনী দিয়ে পুলিশে সোপর্দ

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
দিন মুজুরদের নিত্য প্রয়োজনী সংসার খরচের একমাত্র উপার্যনের পথ হলো অটোরিকশা,আর সেই অটো রিকশা যদি চোরে নিয়ে যায়, তাহলেতো আর কোনো কথায় নেই। এমনি এক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলায়,১৭জুন বেলা ১১টার দিকে মাওনা এলাকাথেকে এক অটো রিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা গণপিটনী দেয় দুই চোরকে।
অটো রিকশা চোর বলেন, শাজাহান নামের এক ব্যাক্তি তাদের কে এনেছেন, রংপুর থেকে এসে শাজাহান গাজীপুর চৌরাস্তা ভারা থেকে ভিবিন্ন সময় ভিবিন্ন এলাকা থেকে অটো রিকশা চোরি করেন। মাওনা এলাকা থেকে অটো চোরি করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এনে দিয়ে শ্রীপুর নিয়ে যেতে বলে শাজাহান ওই দুই চুরকে। কিন্তু রাস্তা ভুল করায় ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টার বাড়ী থেকে পর্ব দিকের রাস্তায় চলে যান তারা। পরে আহনপাড়া মুড়ে গিয়ে ওই দুই চোর শ্রীপুর যাব কোন রাস্তায় জিজ্ঞাস করলে এলাকার লোকজন সন্দেহ জনক ভাবে তাদের কে আটক করে জিজ্ঞাসা করলে একচোর দৌড়ে পালানো চেষ্টা করে। পরে এলাকা বাসি দৌড়ে তাদের কে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সিপির মুড়ে থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, ঈদকে সামনে রেখে কতিপয় কিছু ছিনতাই করী মাওনা থেকে অটো রিকশা চোরি করে যাবার সময় এলাকা বাসি সন্দেহ জনক ভাবে তাদের কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার অলহাড় গ্রামের লাল মিয়ার পুত্র হাশেম মিয়া (৩০),তার অপর সহ যোগি একই এলাকার আমিরুল ইসলামের পুত্র কাওছার মিয়া (২৩)।
তবে অটো রিকশার মালিক কে সঠিক ভাবে ওই দুই চোর বলতে পারেনি, আমরা তদন্ত করে অটোর মালিককে বের করার চেষ্টা করতেছি।

মন্তব্যসমূহ