ভালুকায় মুক্তিযোদ্ধা কমান্ডের সাংবাদিক সম্মেলন

ভালুকা উপজেলা কমান্ড কার্যালয়ে জঙ্গী জামাত সমর্থনপুষ্ট কতিপয় নামধারী মুক্তিযোদ্ধা কর্তৃক সরকার বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন ১৪ মার্চ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভালুকা উপজেলা কমান্ড আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপজেলা কমান্ডার মফিজুর রহমান অভিযোগ করেন, কতিপয় নামধারী ও ভূয়া মুক্তিযোদ্ধা ভালুকা উপজেলা কমান্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বিরোধিতা, মিথ্যা অভিযোগ ও তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট সহ সরকারের কর্মকান্ডকে বাধাগ্রস্ত করছে। তারা উপজেলা কমান্ডার মফিজুর রহমানের বিরুদ্ধে করা অভিযোগ প্রমানে ব্যর্থ হয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। অপর দিকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরনের লে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্রের বিরুদ্ধেও তারা নানা রকম বিরোধিতা করে আসছে। সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমান্ডার উপজেলা ঘাতক দালাল কমিটির আহবায়ক আবুল হোসেন খান মিলন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান শফিক, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার চাঁনমিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সহকারী সহিদুল হক প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা স্ত্রী- সন্তানরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ