ময়মনসিংহ স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে চায় ময়মনসিংহ বিভাগ বাসী

স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান  বৃহত্তর ময়মনসিংহবাসীর প্রাণের দাবী ছিলো ময়মনসিংহ কে বিভাগ ঘোষণা করা।এই দাবী আদায় হয়েছে। আমাদের এই শহর যাচ্ছে দেশের অষ্টম বিভাগ। কি কম আছে এখানে। ময়মনসিংহ শহর বাংলাদেশের অন্যতম শিক্ষানগরী হিসাবে পরিচিত । এখানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। এছাড়াও এখানে জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সহ ইত্যাদি খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে দর্শনীয় স্থান গুলোর মধ্যে রয়েছে- শশী লজ, গৌরীপুর লজ,আলেকজান্দ্রা ক্যাসল, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, স্বাধীনতা স্তম্ভ , ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্ক , ময়মনসিংহ জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নজরুল স্মৃতি কেন্দ্র, মহারাজ সূর্যকান্তের বাড়ী বীরাঙ্গনা সখিনার মাজার, রামগোপাল জমিদার বাড়ী, ফুলবাড়ীয়া অর্কিড বাগান| ফুলবাড়ীয়া আলাদীনস ইকোপার্ক , চীনা মাটির টিলা, আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর , বিপিন পার্ক, সাহেব পার্ক, (শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারীর কাছাকাছি) মুক্তাগাছা রাজবাড়ি। এছাড়াও সমগ্র শহর জুরেই আছে মসজিদ, মন্দির, গির্জা। যেমন আছে বড় মসজিদ, বড় বাজারের খুবই কাছাকাছি। আছে , ভাটি কাশর মসজিদ। রয়েছে কালী মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির,বাবা লোকনাথের আশ্রম। পাদ্রি 
মিশন রয়েছে মাসকান্দায়, গির্জা আছে সার্কিট হাউজের কাছেই। এতো ঐতিহ্যের শহর ময়মনসিংহের মানুষ ক্রীড়াপ্রেমি হবে এটাই স্বাভাবিক! কিন্তু এখানে কোনও আন্তর্জাতিক মানের

স্টেডিয়াম না থাকায় এবার ময়মনসিংহে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের দাবি জানাচ্ছেন। ময়মনসিংহ অনেক শ্রেষ্ঠ সন্তানের জন্ম দিয়েছে। জন্ম দিয়েছে ক্রিকেটার মাহমুদউল্লা রিয়াদের মতো প্রতিভাবান খেলোয়াড়ের। তবুও স্টেডিয়ামের জীর্ণদশা,প্রাকটিস সরঞ্জাম, সর্বোপরি একটি খেলার জায়গার অভাবে বারবার বিদীর্ণ হচ্ছে লক্ষ মানুষের স্বপ্ন। সরকারের প্রতি ময়মনসিংহ বাসীর
প্রানের দাবি ময়মনসিংহ স্টেডিয়ামকে
আন্তর্জাতিক মানের তৈরী করে আন্তর্জাতিক খেলা সুযোগ করে দেবে।

মন্তব্যসমূহ