আসছে বাংলার গেইল, ৮ ছক্কায় ৫৩ বলে ৯৫ রান তুললেন মাশরাফির এক হাতিয়ার


মাশরাফি বিন মুর্তজার দলটিকে দুর্বল ভাবা হত। এই দুর্বল দলটিই শেষ মুহূর্তে শক্তিশালী হয়ে উঠছে। মোহামেডানের সাথে বাঁচা মরার লড়াই মাশরাফির।প্রথম সেসনে ব্যাট করতে নেমে বিপুল শর্মা ও মুশফিকুর রহিম মাশরাফিদের সামনে দাঁড় করায় ২৯১ রানের পাহাড়সময় টার্গেট।

এই টার্গেট তাড়া করতে এখন পর্যন্ত সঠিক পথে রয়েছে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র। মাশরাফির এক ব্যাটিং হাতিয়ার ৯৫ রান করেছেন।

তার নাম হাসানুজ্জামান। ওপেনার হাসানুজ্জামান ৫৩ বলে করেন ওই রান। এখানে ৮টি সাহসি ছক্কা রয়েছে তার।

৪টি চার রয়েছে। ওয়ান ডাউনে নামা তাসামুলও হাঁটছেন হাফ সেঞ্চুরি করে সেঞ্চুরির দিকে। এরই মধ্যে ২৬ ওভারে ১৯৩ রান করেছে কলাবাগান ক্রীড়া চক্র। কঠিন ম্যাচে দাপটের সাথে জয়ের পথে রয়েছে মাশরাফির দল। মাশরাফির দলের এই জ্বলে ওঠার পেছনে তার অধিনায়কত্বকেই ভাবা হচ্ছে।


ধারনার বাইরে থেকে এসেই দুর্দান্ত খেলছেন তার দলের তরুণ ক্রিকেটাররা।

মন্তব্যসমূহ