নেত্রকোনায় জঙ্গীবাদ বিরোধী পতাকা মিছিল

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় জেলা শহরে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গীবাদ বিরোধী পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বেরিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেনঃ উদীচীর জেলা সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সুজন-এর সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর সাজু, যুবলীগ নেত্রী অর্পিতা খানম সুমি, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, ছাত্র ইউনিয়ন নেত্রী তপতী শর্মা ও উদীচীর সম্পাদক নীলম বিশ্বাস রাতুল প্রমুখ।

মন্তব্যসমূহ