ভালুকা উপজেলার ধামশুর গ্রামে বন বিভাগের বেদখলকৃত প্রায় ১৫ কোটি টাকা মুল্যের জমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হয়েছে।
জানা যায়, উপজেলার ধামশুর মৌজার ১২১৭ নং দাগের প্রায় ৫ একর বেদখল হওয়া বন ভূমি উদ্ধার করে বৃহস্পতিবার ৫ হাজার আকাশমনি গাছের চারা রোপন করে বন বিভাগ। হবিরবাড়ী বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরী জানান নাহিদ কম্পোজিট নামে একটি কোম্পানির পক্ষে প্রায় ১০ বছর যাবৎ বন বিজ্ঞপ্তিত ওই জমি স্থানীয় ভূমি দস্যুরা জবর দখল করে রাখে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন বিভাগের লোকজন নিয়ে ওই বেদখলী জমি উদ্ধার করে, প্রথমে পাঁচ একরে বনায়ন করেছি, আরো চারা রোপনের প্রক্রিয়া চলছে । বর্তমা বাজার মূল্যে প্রায় ১৫ কোটি টাকার জমি জবর দখল মুক্ত করা হয়েছে।
মন্তব্যসমূহ