ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন


মাহমুদুল হাসান ফোরাত স্টাফ রিপোর্টার : ভালুকায় ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও উচ্ছাসের মধ্য দিয়ে উপজেলা সদরের প্রধান মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। জানা যায়,ছাত্র অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়। শুক্রবার সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন।মোট ১৬০০ ভোটারের মধ্যে ৬৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।তিনটি বুথে ভোট গ্রহনের কার্যক্রম চালানো হয়। ৪টি আসনের বিপরীতে ৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। প্রার্থীরা হচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া,মোঃ আলাউদ্দিন,আব্দুল মজিদ,মোঃ মোবারক হোসেন,মোঃ শাহজাহান কবির ও এস এম শাহজাহান সেলিম। ভোটের ক্রমানুসারে নির্বাচিতরা হলেন মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া,মোঃ আলাউদ্দিন ,মোঃ শাহজাহান কবির ও এসএম শাহজাহান সেলিম। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

মন্তব্যসমূহ