ষ্টাফ রিপোর্টার: সোমবার ১১জুলাই ময়মনসিংহের ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে অপহরন কারীচক্রের ৩সদস্যকে জেলার মুক্তাগাছা উপজেলার চাঁনপুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১।মোঃ ছলিম ২।আয়নাল হক ৩। ছলিম ওরফে রুবেল।
পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে ডিবি এস আই মফিজুল ইসলাস (পিপিএম),এস আই ফারুক হোসেন,এস আই মনিরুজ্জামান,এস আই শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়।
জানা যায় শহরের গাঙ্গীনার পার হকার্স মার্কেটের ব্যাবসায়ী আনোয়ার হোসেন কে ৬ জুলাই সকাল সাড়ে দশটার দিকে টাউন হল মোড় হতে সুকৌশলে অপহরন করে মুক্তাগার রসুলপুর বনের ভিতর আটকে রেখে ৫লাখ টাকা মুক্তিপন দাবী করে তার পরিবারের কাছে।
তাকে মুক্ত করতে তার ভাই ৩০ হাজার টাকা মুক্তিপন দিলে আনোয়ার হোসেনকে বনের মধ্যে ছেড়ে দেয় অপহরনকারীরা।
পরে অপহৃত আনোয়ার হোসেনের ভাতিজা ওসমান গনি সানির লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।
মন্তব্যসমূহ