পেশাগত অসদাচরণের দায়ে এক আইনজীবীর সনদ সম্পূর্ণ বাতিল এবং দুই আইনজীবীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ বার কাউন্সিল’।
আজ বুধবার বাংলাদেশ বার কাউন্সিলের তথ্য কর্মকর্তা নাজমুল আহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসনাত ভূইয়ার সনদ বাতিল করে তাকে আইন পেশা থেকে অপসারণ করা হয়েছে। এছাড়া কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দুই সদস্য অ্যাডভোকেট মো. শাহজালাল চৌধুরী ও অ্যাডভোকেট মো. তবারক হোছাইনকে তিন বছরের জন্য আইন পেশায় নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী কক্সবাজারের দুই আইনজীবী এই সময়ের মধ্যে বাংলাদেশের কোনো আাদালতে মামলা পরিচালনা করতে পারবেন না।
বার কাউন্সিলের ১ নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. ইয়াহিয়া, সদস্য মো. পারভেজ আলম খান ও শেখ আখতারুল ইসলামের এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
বিচারপ্রার্থীর কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে পরে তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার কারণে আইনজীবী আবুল হাসনাতের সনদ বাতিল করা হয়।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলা মীমাংসা করতে তিন আইনজীবী সালিশ করেন। সালিশে একজনের অনুপস্থিতিতে তার স্বাক্ষর জাল করা হয়। এসব অভিযোগে তিন আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে আবেদন করা হয়। ওই আবেদন শুনানি করে বুধবার এই তিন আইনজীবীর দুইজনের সনদ সাময়িকভাবে বাতিল করা হয়।
মন্তব্যসমূহ