স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং সংশ্লিষ্ট অভিযোগে দুই জনকেসহ পরোয়ানাভূক্ত আরো চার জনকে গ্রেফতার করেছে ।শুক্রবার গ্রেফতারকৃত ছয় জনকে আদালতে সোপর্দ করা হয়েছে ।ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন, তারাটি পূর্বপাড়ার বাসিন্দা রিপন মিয়া (৩৮) , বানারপাড় বাশুরির শরীফ (৩০) । ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীরা হলেন, পয়ারকান্দির আবু বক্কর (৫৫) এবং তার পুত্র নূর হোসেন (২৮) , ঘাটুরির রজব আলী (৫৫) , আশরাফ হোসেন (৬০) ।মুক্তাগাছা থানা পুলিশের এস আই খাইরুল ইসলাম এবং এস আই ওয়াজেদ আলী জানান, পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয় । এসময় রিপন মিয়ার নিকট থেকে ৫০ পিস এবং শরীফের নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে ।
মন্তব্যসমূহ