নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ শুক্রবার দুপুর ১২ টায় ৩ আসনের (সোনারগাঁ) এর সংসদ সদস্য আলহাজ্ব লিয়াকত হোসেন খোকার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সৌজন্য সাক্ষাতকালে নেতৃবৃন্দ এমপি লিয়াকত হোসেন খোকাকে জাতীয় পার্টির ১নং যুগ্ম মহা সচিব নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় সদর উপজেলায় দলীয় কার্যক্রম ও নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার কথা তুলে ধরে সদর উপজেলা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধান বলেছেন, সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে সদরে দলীয় কর্য্যক্রম বেগমান করতে চান। এবং পঞ্চবটিস্থ সদর উপজেলা কমিটির কার্য্যালয়কে পুন:নির্মান উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে অবহিত করেন। এমপি লিয়াকত হোসেন খোকা সদর উপজেলা নেতৃবৃন্দদের বলেছেন দলীয় স্বার্থ সম্পৃক্ত সব ধরনের সহযোগীতা করবেন। সাক্ষাতকালে অন্যান্য নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন বেপারী, কুতুবপুর ইউনিয়ন জাতীয় পর্টির সদস্য সচিব শশিউর রহমান ভুইয়া জুয়েল ও স্বেচ্ছা সেবক পার্টির কেন্দ্রয় কমিটির সদস্য ওয়াছি উদ্দিন ওয়াসিম।
মন্তব্যসমূহ