পিরোজপুরের ভান্ডারিয়ায় শিবির নেতা এখন ছাত্রলীগ সভাপতি


পিরোজপুর প্রতিনিধি  : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়  মো. কামরুল ইসলাম নামে এক চিহ্নিত শিবির নেতাকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই শিবির নেতা উপজেলার ২ নম্বর নদমুলা- শিয়ালকাঠী ইউনিয়নে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন। অভিযোগ উঠেছে ব্যাক্তিগত সুবিধার স্বার্থে স্থানীয় যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক নেতার যোগসাজশে শিবিরের সাবেক সভাপতি কামরুল ইসলামকে ছাত্রলীগের সভাপতি করা হয়েছে।

২০১৫ সালে ৩০ অক্টোবর সম্মেলনের মাধ্যমেই নদমুলা- শিয়ালকাঠী ইউনিয়নে ছাত্রলীগের কমিটিতে তাকে সভাপতি করা হয়েছিল। এ নিয়ে স্থানীয় ছাত্রলীগের মধ্যে নানা মত বিরোধের সৃষ্টি হয়।

অনুসন্ধানে জানাগেছে, ভান্ডারিয়ার ২ নম্বর নদমূলা শিয়ালকাঠি গ্রামের আবদুস সালাম বেপারীর ছেলে মো. কামরুল (ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি) দক্ষিন শিয়ালকাঠী সিনিয়র মাদ্রাসায় দশম শ্রেনীর থাকাকালীন ২০০৫ সালের ১ জানুয়ারী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ফরম পূরণের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে রাজনতির সাথে সম্পৃক্ত হন।

এলাকায় সে শিবিরের দলীয় কর্মকান্ডে সক্রিয় হন। পরে সে ভান্ডারিয়া সরকারি কলেজ কমিটির সভাপতি ও নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কমিটির সভাপতি হন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মো. আবু ইউসুফ ও সেক্রেটারী, মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত একটি পত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রলীগের তিন জ্যেষ্ঠ সহ সভাপতি মো. মির্জা হাসান, শফিকুল ইসলাম সাদ্দাম ও মো. আসাদুল ইসলামের লিখিত একটি অভিযোগপত্র হতে জানাগেছে, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ধারা ৫ (গ) এমনকি প্রার্থীর মনোনোয়ন পত্রের “প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলী” সম্বলিত নির্দেশনা পত্রের ক্রমিক নং ১,৩,৪, ও ৭ নং নিয়ামবলী বহিভূতভাবে ব্যক্তিগত সুবিধার্থে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কামরুল ইসলামকে তার শিবিরের রাজনীতির প্রত্যক্ষ সম্পৃত্ততার বিষয়টি গোপন করে ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভক্ত করা হয়। ফলে সংগঠনে অভ্যন্তরীণ বৈরীতা ও বিদ্বেষ সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি তার বিরুদ্ধে আনা শিবিরের রাজনীতির অভিযোগ অস্বীকার করে একটি লিখিত বক্তব্য দিয়েছেন । এতে তিনি দাবি করেন, বিগত ছয় বছর ধরে তিনি নদমূলা শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জামাত-বিএনপি জোটের বিরুদ্ধে রাজপথের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ নেই। স্থানীয়ভাবে জামাত শিবিরের কর্মকান্ড বাধা গ্রস্ত হলে একটি কুচক্রি মহল আমাকে ও ছাত্রলীগ সংগঠনকে বিতর্কিত করতে এসব অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।

তবে  অভিযুক্ত মো. কামরুল ইসলাম  ছাত্র শিবিরের সাথে  তার সম্পৃক্ত থাকা , সদস্য হওয়ার প্রমান পত্রের বিষয়ে কোন জবাব দিতে পারেননি ।

মন্তব্যসমূহ