এখনও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি এখন অস্তিত্বহীন এবং প্রায় নিঃচিহ্নের পথে। বর্তমান সরকারও জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারেনি। দুটি দলের প্রতিই মানুষের আস্থা উঠে গেছে। তাই আমি এখনও ক্ষমতার যাওয়ার স্বপ্ন দেখি।
 
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কের কুইন্সেন জ্যাকসন হাইটসের হলরুমে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা সভায় এরশাদ এসব কথা বলেন। 
 
এরশাদ বলেন, অর্থ পাচারের অভিযোগে তারেক রহমানের সাত বছরের জেল এবং ২০ কোটি টাকা জরিমানা হলেও বিএনপি তাৎক্ষণিক একটি বিক্ষোভ করতে পারেনি। তারা জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। বিএনপির আন্দোলন এখন মানববন্ধন ও গোলটেবিলের মধ্যে সীমাবদ্ধ।
 
তিনি বলেন, আজকে দেশের বিদ্যমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমি যে ঐক্যের আহ্বান জানিয়েছি আশা করি প্রধানমন্ত্রী তাতে সাড়া দেবেন। দেশের শান্তির লক্ষে, সংবিধান সম্মুন্নত রাখার জন্য এবং জঙ্গিবাদ নিরসনে আমরা বর্তমান সরকারকে সাহায্য করে আসছি এবং ভবিষতেও করবো। সবদল যদি এক সাথে বসতে পারি তাহলে এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র।
 
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টির সাথে কেউ সুবিচার করেনি। বিএনপি আমাকে অন্যায়ভাবে ছয় বছর জেলখানায় রেখেছিল। আমাকে মেরে ফেলার একাধিকবার চেষ্টা করা হয়েছিল। দেশবাসীর ভালবাসায় আজও বেচেঁ আছি। আমি কারও করুণায় জেল থেকে মুক্তি পাইনি। জনগণ আমাকে জেল থেকে দুইবার পাঁচটি আসনে নির্বাচিত করে মুক্ত করেছেন। আমি ফরিয়াদ করি আমার মত কোনো রাজনৈতিক নেতাকে যেন অত্যাচার সহ্য করতে না হয়।
 
এরশাদ বলেন, আমাদের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও তারা আমার বিরুদ্ধে দায়ের করা একটি মামলাও প্রত্যাহার করেনি বরং আমার দলকে বিভক্ত করার চেষ্টা করেছে। তারপরও আমরা আওয়ামী লীগের সাথে আছি শুধু দেশের উন্নতির স্বার্থে।
 
জাপা চেয়ারম্যান বলেন, আমার সময় বাংলাদেশের হিন্দুসহ সব ধর্মের মানুষ নিরাপদে ছিলেন, আমি ছিলাম অসাম্প্রদায়িক। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে তারা আরো নিরাপদ থাকবে। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার শাসন দেখেছেন বর্তমান শাসনামলও দেখছেন। কার আমলে আপনারা ভালো ছিলেন তা বিবেচনা করার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে খুন-গুম-রাহাজানি থাকবেনা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব। 
 
জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সংবর্ধনা সভায় আরো বক্তব্য দেন- দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, রত্না আমিন, মেজর অব. খালেদ আক্তার, সাবেক এমপি লিয়াকত আলী, মোহাম্মদ উল্লাহ, শহীদুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট জাপার সমন্বয়কারী আবদুর নূর ভূঁইয়া, সহ- সভাপতি জসিম চৌধুরী, খন্দকার আলী নাসিম, হারিস চৌধুরী, মাহবুবুর রহমান অনিক, মো. লুৎফর রহমান, আলতাব হোসেন, যুব সংহতির সভাপতি শাহজাহান সাজু, সিটি কমিটির সভাপতি শুভঙ্কর গাঙ্গলী প্রমুখ।

মন্তব্যসমূহ