গোপালগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে তিন বছর পর এক তরুনীর পায়ের রগ কেটে দিলো ক্ষ্যাপাটে যুবক !


কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেমে ব্যর্থ হয়ে তিন বছর পর এক তরুনীর পায়ের কেটে দিয়েছে কথিত প্রেমিক।
সোমবার সকালে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর গ্রামের খালেক হাওলাদারের ছেলে নাহিদ হাওলাদার দশম শ্রেণিতে পড়ার সময় একই শ্রেণির ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু এই প্রস্তাবে ছাত্রী সাড়া না দেওয়ায় নাহিদ ক্ষিপ্ত হয়। পরে ছাত্রীর অন্যত্র বিয়ে হয়ে যায়।
এ ঘটনার তিন বছর পর সোমবার সকালে ওই ছাত্রী স্বামীকে নিয়ে তার বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল। পথে নাহিদ তাকে আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. অরুপ রতন বলেন, ‘ওই ছাত্রীর বাম পায়ের রগ সম্পূর্ণ কেটে গেছে।’

কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, ‘এ ঘটনায় ওই ছাত্রীর স্বামী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। নাহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

মন্তব্যসমূহ