গৌরীপুরে বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে ঈদুল ফিতর উদযাপন


সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে বুধবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। সকাল সাড়ে নয়টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। 

ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে ৩শতাধিক ভক্তবৃন্দ ঈদের জামাতে অংশ গ্রহণ করেছেন। মহিলাদের জন্য পৃথক জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। ঈদের জামাতে ইমামতি করেছেন হযরত মাওলানা মোঃ জয়নাল আবেদিন। সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর শাহ নূরে পারভেজ জানান, সৌদী আরবের সাথে মিল রেখেই প্রতি বছর এখানে ঈদুল ফিতর পালন করা হচ্ছে। একই ভাবে আমরা বাংলাদেশের একদিন আগে থেকে রোযা রাখা শুরু করেছি।

মন্তব্যসমূহ