সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় মাশরাফি ৪র্থ, ধোনি-১৫

সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় বাংলাদেশের নক্ষত্র মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বাংলাদেশকে যেমন উচ্চতায় নিয়ে গেছেন এর আগে পারেননি আর কোনো অধিনায়ক।
সম্প্রতি এক পরিসংখ্যানে এসেছে মাশরাফির অনন্য কাব্যগাঁথা। ওয়ানডে ক্রিকেটে দেশের চিত্রকে পাল্টে দেন মাশরাফি। আর এই সমীক্ষণে সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় মাশরাফি ৪র্থ, ভারতের অধিনায়ক ধোনি-১৫।
এক নজরে ম্যাচ-শতকার সাফল্য হিসেবে সেরা অধিনায়কদের পরিসংখ্যান :
১. ক্লাইভ লয়েড: ম্যাচ ৮৪, জয় ৬৪, পরাজয় ১৮, জয় শতকরা ৭৭.৭১%
২. রিকি পন্টিং: ম্যাচ ২৩০, জয় ১৬৫, পরাজয় ৫১, জয় শতকরা ৭৬.১৪%
৩. হ্যান্সি ক্রুনিয়ে: ম্যাচ ১৩৮, জয় ৯৯, পরাজয় ৩৫, জয় শতকরা ৭৩.৭০%
৪. মাশরাফি বিন মর্তুজা: ম্যাচ ২৮, জয় ২০, পরাজয় ৮, জয় শতকরা ৭১.৪২%
৫. মাইকেল ক্লার্ক: ম্যাচ ৭৪, জয় ৫০, পরাজয় ২১, জয় শতকরা ৭০.৪২!
৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩%,  ৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪%,  ৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩%,
৯. শন পোলক ৬৪.০৬%,  ১০. ওয়াকার ইউনুস ৬১.৬৬%,  ১১. ওয়াশিম আকরাম ৬১.৪৬%,
১২. ইনজামাম উল হক ৬১.৪৬%,  ১৩. এ্যালান বোর্ডার ৬১.৪২%, ১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫%,
১৫. মাহেন্দ্র সিং ধোনি ৬০.০০%,  ১৬. মাহেলা জয়বর্ধন ৫৯.৬০%।
প্রসঙ্গত, ১০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে চমক দেখায় বাংলাদেশ। বড় বড় দেশকে কাঁদায় টাইগাররা। দলের নেতৃত্ব দেন মাশরাফি। সাম্প্রতিক সময়ে অধিনায়ক হিসেবে মাশরাফির সাফল্য তাকে এই তালিকায় নিয়ে এসেছে।

মন্তব্যসমূহ