ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.কে.এম ফজলুল হক কে অর্থ আত্নসাৎ, শিক্ষকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্তৃপক্ষের আইন সংগত নির্দেশ না মানার কারণে সাময়িক বহিস্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৫জুলাই শুক্রবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সাময়িক বরখাস্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দফতরে রবিবার (১৭জুলাই) অনুলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন মল্লিক।
মন্তব্যসমূহ