ময়মনসিংহের ত্রিশালে অপহরণের সাতদিন পরও উদ্ধার হয়নি হিন্দু ধর্মাবলম্বী এক কলেজ ছাত্রী (১৬)। পুলিশ মামলা নিলেও অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধারে গড়িমসি করছে বলে অভিযোগ করেছে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের নেতারা।
জানা গেছে, ২৩ জুলাই উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশীগঞ্জ বাজারের চায়ের দোকানীর মেয়েকে একই এলাকার রাকিব মিয়া দলবল নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ২৩ জুলাই অপহৃতার বাবা মানিক চন্দ্র দাস বাদী হয়ে ত্রিশাল থানায় রাকিবের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। মামলা রুজু হলেও অপহরণের সাতদিন পরও অপহৃতাকে পুলিশ উদ্ধার করতে পারেনি।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ত্রিশাল উপজেলা শাখার সভাপতি গৌরাঙ্গ রায় ও সাধারণ সম্পাদক গনেজ সরকার অপহৃতাকে অবিলম্বে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
মন্তব্যসমূহ