ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের বনের জমি দখল করে একটি প্রি ক্যাডেট স্কুল ঘর নির্মান করে শিক্ষাদান করে আসছিল এলাকার কয়েক যুবক। মঙ্গলবার সকালে বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশে হবিরবাড়ী বিট অফিসার শরীফউর রহমান খান চৌধুরীর নেতৃত্বে বনবিভাগের লোকজন অবৈধভাবে স্থাপন করা স্কুল ঘরটি উচ্ছেদ করে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ী মৌজার ১১০ নম্বর দাগে স্থানীয় প্রভাবশালী রুস্তম আলী বনবিভাগের জমি দখল করে বসবাস করে আসছিল। রুস্তম আলীর বাড়ির পাশে^ই প্রায় ২ কাঠা জমিতে একটি প্রি-ক্যাডেট স্কুলের জন্য স্থানীয় আনিসুর রহমান ও আরো কয়েক যুবক ভাড়া নিয়ে ঘর নির্মান করে শিক্ষাদান করে আসছিল। রুস্তম আলী জানান, ‘বনবিভাগের দাবী থাকলেও তার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করেছেন ও বনের অবমুক্তির জন্যে আবেদন করেছেন।
স্কুলের শিক্ষক আনিসুর রহমান জানান, তিনি স্কুলের জন্য রুস্তম আলীর কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে প্রায় দুই লাখ টাকা খরচ করে ৭০ ফিট লম্বা ও ১২ ফিট প্রস্থে একটি ঘর নির্মাণ করে তাতে শিশু শ্রেনী হতে পঞ্চম শ্রেনী পর্য্যন্ত প্রায় দুইশত পঞ্চাশ জন ছাত্র ছাত্রীকে পাঠ দান করছেন।
হবিরবাড়ী বিট অফিসার শরীফ-উর- রহমান খান চৌধুরী জানান, অনেক বাধা দেওয়ার পরও বনবিভাগের জমিতে রুস্তম আলী ও আনিসুর রহমান আনিস প্রভাব খাটিয়ে ঘরটি স্থাপন করেছেন । উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই ওই অবৈধ স্থাপনাটি ভেঙ্গে দেয়া হয়েছে।
মন্তব্যসমূহ