দুই প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহে নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে দুটি প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার অভিযান পরিচালিত হয় ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের বাঘমারায় জহুরা ( প্রাঃ) হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান সিলগালা এবং ব্রাহ্মপল্লী এলাকায় ময়মনসিংহ হিয়ারিং কেয়ার সেন্টার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন , জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্টেট মো: এরশাদ উদ্দিন ও মো: আল আমিন ।

মন্তব্যসমূহ