অনু কবিতা ---- সেলিনা জাহান প্রিয়া

অনু কবিতা
---- সেলিনা জাহান প্রিয়া
তোমাদের এই লোকালয়ে
প্রতিদিন কতশত প্রেম নিরুদ্দেশ হয়,
প্রেম পরিণত হয় নিখোঁজ সংবাদে
তবু ইচ্ছে জাগে একটি কবিতা লিখি-
নিখুজ প্রেমের জন্য
খুব ভালবেসে একটি কবিতা
যেখানে শব্দ আর তুমি নেই
আছে এক পায়ে দাঁড়িয়ে
অপেক্ষার তাল গাছ ।

মন্তব্যসমূহ